Fauzul Quran Academy

About Us

আমাদের সম্পর্কে

ফাউজুল কুরআন একাডেমি একটি অনলাইন ভিত্তিক ইসলামিক এডুকেশন প্ল্যাটফর্ম। আমাদের সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে । আমাদের সকল ছাত্র-ছাত্রীগন স্কুল-কলেজ পড়ুয়া এবং কর্মজীবী মানুষ। বিশেষ করে যারা ইউরোপ-আমেরিকাতে বসবসাস করছেন তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের ইসলামিক শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করে থাকি।

আমাদের উদ্দেশ্য

মানুষকে মহান রাব্বুল আ’লামিন কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি। নিশ্চয়ই মানব সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে। মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু তা’য়ালা বলেন- আমি জ্বীন এবং মানব জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। সূরা যারিয়াত, আয়াত- ৫৬। এই আয়াত দ্বারা বুঝা যায় মানব জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহর এবাদতের মাধ্যমে পরকালের জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকের মানুষরা দুনিয়ার জীবন নিয়ে এতটাই ব্যাতিব্যাস্ত যে তারা দুনিয়াতে আল্লাহর ইবাদতকে ভুলে গিয়েছে, অথবা কেউ ইবাদত করতে চাইলেও ব্যাস্ততা এবং পারিপার্শিকতার জন্য করা হয়ে উঠে না। হযরত জাবের রাদয়িাল্লাহু আনহু বলেন, রাসূল সাঃ বলছেনে, নিশ্চয়ই কোন মুমিন আর মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা।

 একজন মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ্ব এবং যাকাত । আমাদরে উচিত অন্তত একজন মুসলিম হিসেবে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আদায় করা, যাতে করে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে খালি হাতে না দাড়াতে হয়। তাই মুসলিম উম্মাহর প্রতি দ্বরদমাখা অন্তর নিয়ে আমরা চিন্তা করেছি তথ্যপ্রযুক্তির উৎর্কষের যুগে এমন একটি প্ল্যাটফর্ম তৈরী করা যার মাধ্যমে প্রতিটি মুসলিম, বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া এবং কর্মব্যাস্ত মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেনো তাদের পরিবারের সদস্যদের নিয়ে ইসলামের উপর চলার জন্য ফাউজুল কুরআন একাডেমিকে একটি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে পারেন। আলহামদুলিল্লাহ ফাউজুল কুরআন একাডেমি এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে এবং আপনাদের অংশগ্রহন আমাদরেকে চলার পথে আরো উৎসাহিত করেছে । আমরা আপনাদের কাছে দুআ চাই আল্লাহ যেন ফাউজুল কুরআন একাডেমিকে কুরআন এবং সুন্নাহ শিখার একটি নির্ভরযোগ্য প্ল্যাটর্ফম হিসেবে কবুল করে নেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নাজাতের উসিলা বানিয়ে নেন ।

আমীন।

Scroll to Top
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Live Chat